পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারেন সেই ছাত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন মায়ের মেজর স্ট্রোকের কারণে পরীক্ষা শুরুর সময় কেন্দ্রে পৌঁছাতে পারেননি আনিসা আহমেদ নামের এক পরীক্ষার্থী। নির্দিষ্ট সময়ের দেড় ঘণ্টা পরে আনিসা কেন্দ্রে পৌঁছলেও পরীক্ষা দেওয়ার সুযোগ মেলেনি তার। তবে তিনি পরীক্ষার সুযোগ পেতে পারেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. রুহুল কুদ্দুস কাজল।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘যদি কোন মাধ‍্যমে মেয়েটির সঙ্গে কারও যোগাযোগ করা সম্ভব হয়, একটা মেসেজ দিবেন দয়া করে। মেয়েটি যেন বাকি পরীক্ষায় অংশগ্রহণ করে। আজ মিস হওয়া পরীক্ষা তিনি দিতে পারবেন। আশা করি, শিক্ষা বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তর তার পরীক্ষার ব‍্যবস্থা গ্রহণ করবে।’

তিনি আরও লিখেছেন, সরকারি কর্তৃপক্ষ যদি না করে, সুপ্রিম কোর্টের দ্বার তার জন্য উন্মুক্ত রয়েছে। বাকি পরীক্ষা শেষে তিনি হাইকোর্ট বিভাগে রীট পিটিশন দায়ের করতে পারবেন। উল্লেখ করা প্রয়োজন, রেজিস্ট্রেশন করতে না পারা মতিঝিলের একটি কলেজের ১৩২ জন নারী শিক্ষার্থী পরীক্ষা শুরুর মাত্র দুই দিন আগে হওয়া সুপ্রীম কোর্টের আদেশে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। যে মামলাটি আমি করেছিলাম। এছাড়া এমন অসংখ্য রায় ও আদেশ আমাদের সর্বোচ্চ আদালতের রয়েছে।’

আইনজীবী রুহুল কুদ্দুস কাজল জানান, ‘মেয়েটি বা তার পরিবার চাইলে এ ব্যাপারে আমার চেম্বার থেকে মেয়েটিকে বিনা পারিশ্রমিকে আইনী সহায়তা প্রদান করা হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার দেশজুড়ে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। প্রথম দিনের এইচএসসি পরীক্ষা শেষ হলেও সোশ্যাল মিডিয়ায় রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ভিডিও ভাইরাল হয়েছে। পরীক্ষা দিতে না পারায় ওই কেন্দ্রের সামনে তাকে কাঁদতে দেখা যায়। তবুও ওই শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।