প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা। তরুণদের ক্রীড়াচর্চা এবং ক্যাম্পাসজুড়ে ফুটবল উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে এই ‘ক্যাম্পাস ফুটসাল চ্যাম্প ২০২৫’। দেশের ২৪টি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।
আগামী ৯ আগস্ট শুরু হয়ে ১১ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ঢাকার কোর্টসাইড ফুটসাল গ্রাউন্ডে।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর জন্য কোনো রেজিস্ট্রেশন ফি নেই। প্রতিটি দলকে জার্সি, রিফ্রেশমেন্ট ও মেডিকেল সাপোর্টসহ প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে।
এই টুর্নামেন্টে মোট পুরস্কারের অর্থমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ ৫০ হাজার টাকা এবং রানারআপ দল পাবে ১ লাখ টাকা। এছাড়াও রয়েছে আকর্ষণীয় ট্রফি, মেডেল ও অন্যান্য পুরস্কার।
তরুণ ফুটবলপ্রেমীদের এই মিলনমেলাকে ঘিরে থাকছে ‘ট্রফি ট্যুর’, যার মাধ্যমে প্রতিটি অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ে ট্রফি প্রদর্শন করা হবে। এতে করে ক্যাম্পাসে প্রতিযোগিতার উন্মাদনা আরও ছড়িয়ে পড়বে।
প্রতিযোগিতার প্রধান আয়োজক ইমামুল হাসান তানভীর বলেন, 'ক্যাম্পাস ফুটসাল চ্যাম্প' শুধু একটি খেলা নয়, এটি আমাদের স্বপ্নের বাস্তবায়ন। আমরা চাই এই টুর্নামেন্টের মাধ্যমে ক্যাম্পাস স্পোর্টসকে একটি নতুন মাত্রায় নিয়ে যেতে।
ফুটবলভিত্তিক এই অনন্য আয়োজনকে ঘিরে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও আগ্রহ। আয়োজকরা আশা করছেন, এই টুর্নামেন্ট তরুণদের খেলাধুলায় সম্পৃক্ততা বাড়িয়ে দেবে এবং ক্যাম্পাসভিত্তিক ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলবে নতুনভাবে।