ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জমকালো উদ্বোধন হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কলেজ মাঠে সপ্তাহব্যাপী এই ক্রীড়া উৎসবের পর্দা ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষপত্নী নাহিদ শামীম রূপা। উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্ররা দৃষ্টিনন্দন কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন বলেন, ‘শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অপরিহার্য। প্রতিটি ছাত্রকে সর্বক্ষেত্রে শৃঙ্খলার প্রতি মনোযোগী হতে হবে এবং খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে ক্রীড়াচর্চায় অংশ নিতে হবে। তিনি ছাত্রদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এবারের প্রতিযোগিতায় কলেজের জুনিয়র তিনটি ও সিনিয়র চারটি হাউসের ছাত্ররা হাউসভিত্তিক এবং তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিভিত্তিক বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে। অ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্টসহ নানা বৈচিত্র্যময় খেলার মাধ্যমে ছাত্ররা তাদের নৈপুণ্য প্রদর্শনের সুযোগ পাবে।
সপ্তাহব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটবে আগামী শনিবার (১৭ জানুয়ারি) ২০২৬। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কলেজের বোর্ড অব গভর্নরস এর চেয়ারম্যান জনাব রেহানা পারভীন। সেদিন বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।
চবি শিক্ষককে হেনস্তার প্রতিবাদে জাবির বিএনপিপন্থি শিক্ষকদের নিন্দা
