ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর ৫ শিক্ষার্থীকে সমকামিতার অভিযোগে আবাসিক হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে প্রশাসন। গত মঙ্গলবার (২২ জুলাই) রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে বুধবার (২৩ জুলাই) সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, শিক্ষার্থীদের লিখিত আবেদনের ভিত্তিতে অভিযোগের যথাযথ তদন্ত এবং একাডেমিক পরিবেশ রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট ৫ জনকে সাময়িকভাবে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, সমকামিতার অভিযোগে বহিষ্কৃতদের সংখ্যা আরও বেশি হওয়া উচিত ছিল। তাদের ভাষ্য অনুযায়ী, গত ৬ মাস ধরে তারা পর্যবেক্ষণ ও তথ্য-প্রমাণ সংগ্রহ করে জানতে পেরেছেন যে, অন্তত ৩০-৪০ জন শিক্ষার্থী এমন কর্মকাণ্ডে জড়িত। তারা কেবল আবাসিক হল থেকে নয়, বিশ্ববিদ্যালয় থেকেও তাদের স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান।
ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করছে, পরিস্থিতি আমরা নজরে রাখছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এবং প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। তারা “ক্যাম্পাসকে বিকৃত আচরণমুক্ত রাখো”, “নৈতিকতার নামে অধঃপতন চলবে না"এই ধরনের নানা স্লোগান দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং অভিযোগের সত্যতা যাচাই শেষে নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।