ছাত্রদলের হল কমিটি ঘোষণা

ঢাবিতে হল ছাত্ররাজনীতি পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে ছাত্ররাজনীতির পুনর্বাসনের মাধ্যমে জুলাই বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী সজিব বলেন, জুলাই অভ্যুত্থানের পর শর্ত ছিল ক্যাম্পাসে রাজনীতি থাকলেও হলে কোনো কমিটি থাকবে না। কিন্তু ছাত্রদল হলে হলে কমিটি ঘোষণা করেছে, যা অত্যন্ত দুঃখজনক। তাদের হুঁশিয়ারি দিয়ে বলছি, যারা হলে কমিটি দিতে চান, সাবধান হয়ে যান। আজকের ঘোষিত কমিটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

আরেক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেবল ডাকসু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি আমরা চাই না। ৫ আগস্টের পর কেউ কথা রাখেনি। ছাত্রদলকে বলছি, হয়তো ক্ষমতায় আসবেন ভেবে হলে রাজনীতি শুরু করছেন, কিন্তু এর দায় আপনাদেরই নিতে হবে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হল কেন্দ্রিক রাজনীতির বিরুদ্ধে নানা স্লোগান দেন।