হলে গাঁজা সেবন

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ঢাবির ৪ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের একটি কক্ষে গাঁজা সেবনরত অবস্থান শিক্ষার্থীদের সহায়তায় চারজনকে আটক করেছে প্রশাসন। তবে মানবিক বিবেচনায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে মুজিব হলের পুরাতন ভবনের ১০৩ নম্বার কক্ষে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আটক চারজনই বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আটককৃত শিক্ষার্থীরা হলেন, যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী আরিফ ফয়সাল, ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের শিক্ষার্থী মো. সোহেল রানা, টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. রুহুল আমিন এবং ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী ইয়ালিদ বিন সাদ।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক আখতারুজ্জামান জানান, তারা অন্য হল থেকে এই হলে তাদের এক বন্ধুর কক্ষে আসে। সেখানে তারা গাঁজা খাচ্ছিল এরকম অভিযোগ পাশের রুমগুলো থেকে শিক্ষার্থীরা জানায়। পরবর্তীতে সেখানে দুজন আবাসিক শিক্ষক যান। ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের চারজনকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেওয়া হয়েছে।  

এদিকে আটককৃতদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এই ব্যাপারে সহকারী প্রক্টর ড. মো. মিরাজ কোবাদ চৌধুরী বলেন, ‘আমরা অভিযুক্ত ও অভিযোগকারী সবার সাথে আলোচনা করেছি। তারা এক পর্যায়ে গাঁজা সেবনের বিষয়টি স্বীকার করেছে। যেহেতু তারা প্রথম বর্ষের শিক্ষার্থী তাই মানবিক দিকটি বিবেচনা করে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আমরা তাদেরকে নজরে রাখব। তাদের বিভাগে এই তথ্যগুলো পাঠানো হবে।’