জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্বের ইনকোর্স পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি ১৩ আগস্ট প্রকাশ করা হয়েছে। প্রথম ইনকোর্স পরীক্ষা ২৪ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর এবং দ্বিতীয় ইনকোর্স ১৮ নভেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে নেওয়া হবে। ইনকোর্স পরীক্ষার নিয়মাবলিও উল্লেখ করা হয়েছে।
ইনকোর্স পরীক্ষা নেওয়া ও উত্তরপত্র পাঠানোর নিয়মাবলি
ইনকোর্স পরীক্ষায় ১৫ শতাংশ এবং ক্লাসে উপস্থিতিতে ৫ শতাংশ নম্বর মূল্যায়ন করতে হবে। কলেজ নিজ উদ্যোগে পরীক্ষা নিয়ে শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করবেন। মূল্যায়িত উত্তরপত্র ও হাজিরাশিট গালাসিল করে আঞ্চলিক কেন্দ্র/গাজীপুর ক্যাম্পাসে পাঠাতে হবে। ফরম পূরণের সময় দুইটি ইনকোর্স পরীক্ষার গড় নম্বর online-এ এন্ট্রি দিতে হবে, ইনকোর্স নম্বর ও ক্লাসে উপস্থিতির নম্বর ব্যতীত পরীক্ষার ফরম পূরণ করা যাবে না। নম্বর ইনপুটে দেওয়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ একবার ইনপুট দিলে তা আর পরিবর্তন করা যাবে না। পরীক্ষার খাতা আলাদা প্যাকেট করে একসঙ্গে পাঠাতে হবে।
এর আগে ২৪ আগস্ট থেকে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে প্রথম ইনকোর্স ও ৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা নিতে বলা হয়েছিল।