ডাকসু নির্বাচন: শেষ দিনে মনোনয়নপত্র নিলেন ১৪৫ জন

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৪৫ জন।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে এই বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। বিকেল চারটা পর্যন্ত এই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। সকাল থেকে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছে। কেউ কেউ জমা দিচ্ছে, আবার কেউ সংবাদ সম্মেলন করছে। এতেই বুঝা যাচ্ছে, পরিবেশ খুব‌ই চমৎকার। ডাকসু নির্বাচনে কতটা আনন্দমুখর হতে যাচ্ছে।

নির্বাচন কমিশনার জসীম উদ্দিন আরও বলেন, যখন‌ই দেশ বিপদ পড়েছে আমাদের শিক্ষার্থীরা সবার আগে এসে দাঁড়িয়েছে। তাই ডাকসু নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।