ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৬৫৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষার্থীরা আজকে ৯৩টি ফরম সংগ্রহ করেছে। মঙ্গলবার পর্যন্ত সর্বমোট ৬৫৮টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে জমা পড়েছে ১০৬টি। শেষ দিন হল সংসদের কতটি ফরম বিক্রি হয়েছে, তা জানা যায়নি। সোমবার পর্যন্ত হল সংসদ নির্বাচনের জন্য মোট ১২২৬ জন ফরম নিয়েছিলেন।
বুধবার (২০আগস্ট) মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। তারপর জানা যাবে কোন পদে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। পরদিন প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। আর ভোট হবে ৯ সেপ্টেম্বর।
ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ডাকসুতে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখানে কেউ কোনো দলীয় পরিচয়ে মনোনয়ন নেননি।
এদিকে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকায় মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।