ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশেষ মাইগ্রেশনের দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ফল প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে শূন্য আসনের জন্য অপেক্ষমান থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভাগ মনোনয়ন প্রকাশ করা হয়েছে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে।
শুক্রবার (২২ আগস্ট) থেকে ভর্তি সাক্ষাৎকার শুরু হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে কালই। তবে বিজ্ঞান ইউনিটে সাক্ষাৎকার হবে ২৫ আগস্ট।
ফলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হয়েছে, তাদের অনলাইনে ৫০ টাকা মাইগ্রেশন ফি পরিশোধ করে পেমেন্ট স্লিপের কপি নতুন বিভাগে জমা দিতে হবে। অন্যদিকে নতুন বিভাগে ভর্তির মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত ভর্তি ফি পরিশোধ করে মূল মার্কশিটসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট ইউনিটের নির্দেশনা অনুযায়ী সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র
১. ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র।
২. এসএসসি এবং এইচএসসি পরীক্ষার একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট।
৩. কেন্দ্রীয় ভর্তি অফিসের নির্দেশনা অনুযায়ী অনলাইনে জমা দেয়া ফির রসিদ।
৪. অনলাইনে পূরণকৃত প্রার্থীর প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম ও শিক্ষার্থীর ভর্তিযোগ্য বিষয়গুলোর পছন্দক্রমের প্রিন্ট কপি (ফরমের নিচের অংশে প্রার্থীর মোবাইল নম্বর ও স্বাক্ষর দিতে হবে)।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পরামর্শ
সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো ডিন অফিসে জমা রাখা হবে। এগুলো জমা দেওয়ার আগে প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টগুলোর পর্যাপ্ত-সংখ্যক (কমপক্ষে ২০ কপি) ফটোকপি করে নিজের কাছে রাখতে হবে, যা পরবর্তী সময়ে ভর্তি-সংক্রান্ত ও অন্যান্য বিভিন্ন কাজে প্রয়োজন হবে।