ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি ৩৭৮ কলেজ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি ৩৭৮টি কলেজ। এছাড়া প্রথম ধাপে আবেদন করেও পছন্দের কলেজ পায়নি ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ ৫ পাওয়া পাঁচ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী রয়েছে। একাদশ শ্রেণির প্রথম ধাপের ভর্তির ফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়। 

সম্প্রীতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ হয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবছর সারা দেশের ৮ হাজার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে (কলেজ ও আলিম মাদ্রাসা) একাদশ শ্রেণিতে কেন্দ্রীয়ভাবে ভর্তি করানো হচ্ছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৭৮টিতে ভর্তির জন্য এক জন শিক্ষার্থীও পাওয়া যায়নি। আবার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ ভর্তির জন্য আগ্রহ দেখায়নি। সেখানে কেউ পছন্দক্রম দেয়নি।

এদিকে প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে আবার জিপিএ ৫ পাওয়া ৫ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী রয়েছেন। 

প্রকাশিত ফলাফলের তথ্যমতে, গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত প্রথম ধাপে আবেদন নেওয়া হয়। এ সময়ের মধ্যে ফি পরিশোধ করে সফলভাবে আবেদন করেছেন মোট ১০ লাখ ৭৩ হাজার ৩১০ জন শিক্ষার্থী। তারা কলেজ পছন্দক্রম (চয়েস) দিয়েছেন ৫৯ লাখ ২৮ হাজার ৫৬৭টি। অনলাইনে মোট আবেদনকারীর মধ্যে প্রথম ধাপে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন। কোনো কলেজ পাননি ২৫ হাজার ৩৪৮ জন।

ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে, যারা কলেজ পায়নি তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের অনেক আসন রয়েছে। সবাই ভর্তির সুযোগ পাবে। তবে যারা কলেজ পায়নি, তারা যেন দ্বিতীয় ধাপের আবেদনে গিয়ে নতুন কিছু পছন্দের কলেজ যোগ করে দেয়; একই সঙ্গে তারা যেন ১০টি পছন্দক্রম পূরণ করে।

এর আগে বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ভর্তির ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd/) গিয়ে শিক্ষার্থীরা নিজেদের ফল দেখতে পারবেন। এজন্য আবেদনকারী শিক্ষার্থীকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। একই সঙ্গে আবেদনের সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল এসএমএসের মাধ্যমে পাঠানো হচ্ছে। 

ভর্তির ওয়েবসাইটে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলের ভিত্তিতে যেসব শিক্ষার্থী কলেজে স্থান পেয়েছেন, তাদের অবশ্যই নির্ধারিত ফি দিয়ে নির্বাচন নিশ্চিত করতে হবে। এজন্য বিকাশ, সোনালী ই-সেবা, সোনালী ওয়েব, ইউসিবি উপায়, ডিবিবিএল রকেট, ওয়ান ব্যাংক ওকে ওয়ালেট, ট্রাস্ট ব্যাংক ট্যাপ ও নগদসহ বিভিন্ন মাধ্যমে ৩৩৫ টাকা ফি পরিশোধ করতে হবে। ফি প্রদানের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে দেওয়া আছে।