ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাত কলেজে ভর্তি কার্যক্রম শুরু

রাজধানীর ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সরকারি সাত কলেজের জন্য প্রথমবার ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক এ কে এম ইলিয়াস ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন।

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হয়।

এর আগে ২০১৭ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সাত কলেজের নানা অনিয়মের কারণে শিক্ষার্থীরা আন্দোলন করলে সরকার তাদের বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল ঘেষণা করে।

সাতটি সরকারি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।