ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে চক্রাকার শাটল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনের দিন ৯ সেপ্টেম্বর সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত ক্যাম্পাসজুড়ে এ বিশেষ পরিবহন সেবা চালু থাকবে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনের দিন শাহবাগ থেকে ৮টি ভোটকেন্দ্র ঘুরে চলবে এই শাটল বাস সার্ভিস।
কেন্দ্রগুলো হলো
- ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)
- উদয়ন স্কুল অ্যান্ড কলেজ
- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব
- ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ
- সিনেট ভবন
- শারীরিক শিক্ষা কেন্দ্র
- ভূতত্ত্ব বিভাগ
- কার্জন হল
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটারদের যাতে কেন্দ্রে যেতে অসুবিধা না হয়, সে কারণে এই বিশেষ সেবা চালু রাখা হয়েছে। সময়মতো সব ভোটার যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।