ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ভিসি

আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান রোববার সন্ধ্যায় উদয়ন স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এ সময় রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম শামীম রেজা, অধ্যাপক ড. তারিক মনজুর, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ফারুক শাহ উপস্থিত ছিলেন।