রোদের তাপ উপেক্ষা করে ভোটারদের দীর্ঘ লাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে ডাকসু নির্বাচন। রোদের তাপ উপেক্ষা করে ভোট দিতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন টিএসসি এলাকা থেকে শুরু হয়ে পার্শ্ববর্তী সড়কের মাঝামাঝি পর্যন্ত গিয়ে পৌঁছেছে। 

সকাল থেকেই শিক্ষার্থীরা দলে দলে এসে লাইনে দাঁড়াচ্ছেন। টিএসসির প্রধান ফটক থেকে বের হয়ে এই লাইন টানা প্রসারিত হয়েছে সড়কের উপর দিয়ে, যেখানে রোদ তাপ দিচ্ছে মাথার ওপর। তবুও শিক্ষার্থীদের চোখে-মুখে ক্লান্তির বদলে উচ্ছ্বাস আর প্রত্যাশার ছাপ স্পষ্ট।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরেজমিন দেখা গেছে, ক্যাম্পাসের সড়কজুড়ে শিক্ষার্থীদের অপেক্ষা করতে দেখা যায়। বিশেষ করে মেয়েদের অংশগ্রহণ বেশ উৎসাহব্যঞ্জক। লাইন ধরে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের হাতে দেখা গেছে পরিচয়পত্র ও ভোটার কাগজপত্র। কেউ কেউ ছাতার নিচে দাঁড়িয়ে আছেন, আবার অনেকে রোদের তাপ উপেক্ষা করে বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছেন। কেউবা ছবি তুলে মুহূর্তগুলো ধরে রাখছেন।

রোকেয়া হলের শিক্ষার্থী রাফিয়া ইসলাম ভোট দিয়ে বেরিয়ে এসে বলেন, ভোট দিতে অনেকক্ষণ লাইন ধরতে হয়েছে। রোদে দাঁড়িয়ে থাকা সহজ ছিল না, কিন্তু নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারাটা অনেক আনন্দের।

আরেক ছাত্রী নাহিদা আক্তার বলেন, এটা শুধু একটি নির্বাচন নয়, আমাদের মতামত জানানোর বড় সুযোগ। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও কারও মুখে ক্লান্তির ছাপ নেই। বরং সবাই খুবই উৎসাহী।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।