আচরণবিধি লঙ্ঘন করলেই ব্যবস্থা : রিটার্নিং কর্মকর্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম শামীম রেজা জানিয়েছেন, এখন থেকে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। শামীম রেজা বলেন, স্বতঃস্ফূর্ত পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। সকাল থেকেই কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভোট শুরুর অনেক আগেই তারা কেন্দ্রে চলে আসেন।

ভোট শুরুর আগে প্রত্যেক কেন্দ্রে ফাঁকা ব্যালট বাক্স গণমাধ্যম ও পোলিং এজেন্টদের সামনে প্রদর্শন করা হয়েছে বলে জানান শামীম রেজা। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৫ শতাংশ ভোট পড়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাইরের পরিবেশের বিষয়েও আমরা অবহিত আছি। তবে ভোটকেন্দ্রের ভেতরে কেউ আচরণবিধি ভঙ্গ করছেন না।

এবার ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন রয়েছেন।

মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮,৯৫৯ জন এবং ছাত্র ২০,৯১৫ জন। ভোটগ্রহণ চলছে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে ছাত্রদল সমর্থিত আবিদ-হামীম-মায়েদ পরিষদ থেকে ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস পদে শেখ তানভীর বারী হামিম এবং এজিএস পদে তানভীর আল হাদী মায়েদ আলোচনায় রয়েছেন।

ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ভিপি পদে আবু সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গণতান্ত্রিক ছাত্রসংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ থেকে ভিপি পদে আবদুল কাদের ও জিএস পদে আবু বাকের মজুমদার লড়ছেন। ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ থেকে জিএস পদপ্রার্থী মাহিন সরকার পরে আবু বাকেরকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে ভিপি পদে লড়ছেন উমামা ফাতেমা। ছাত্র অধিকার পরিষদ থেকে ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা, এবং প্রতিরোধ পর্ষদ থেকে ভিপি পদে শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস পদে মেঘমল্লার বসু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুই হাজারেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। স্থাপন করা হয়েছে সিসিটিভি মনিটরিং সেল, স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, মোবাইল প্যাট্রোল ও ডগ স্কোয়াড।