ভোট দিয়ে জিতে গেছি: মেঘমল্লার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বামজোট সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু জানিয়েছেন, ২৭ বছরের জীবনে তিনি আজই প্রথম ভোট দিয়েছেন। সেই আনন্দ আর উত্তেজনা ব্যক্ত করে তিনি বলেন, জিতি বা হারি এটা আমার কাছে বড় কথা নয়, মূলটি হলো ভোট দিয়েই যেন জিতে গেছি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই শব্দগুলো বলেন মেঘমল্লার বসু।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যাকেই ভোট দেন না কেন, ভোটের দিন কেন্দ্রে এসে ভোট দিন, যাতে প্রত্যেক ভোটার নিজস্ব অধিকার প্রয়োগ করতে পারেন।