ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘ভোট চুরির’ অভিযোগ তুলে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ছাত্রদল নেতাকর্মীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার পরে টিএসসি থেকে মিছিল শুরু হয়। সেখান থেকে ভিসি চত্বর হয়ে রেজিস্ট্রার ভবনের দিকে চলে যান নেতাকর্মীরা। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের নেতৃত্বে মিছিল বেরা করা হয়।
মিছিলে ‘রাজাকারের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘ভোট চুরির তালবাহানা, চলবে না চলবে না’, ‘নির্বাচনে কারচুপি, মানি না মানবো না’, ‘ভোট চোর ভোট চোর, প্রশাসন ভোট চোর’- এমন স্লোগান দেন নেতাকর্মীরা।
বড় কোনো গোলযোগ ছাড়া মঙ্গলবার ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের পর এখন ফল গণনা চলছে। তবে ভোটগ্রহণের সময়ই বিভিন্ন প্যানেলের তরফ থেকে প্রশাসনে ‘ভোট কারচুপির’ অভিযোগ তোলা হয়। ছাত্রদলের তরফে প্রশাসনকে ছাত্রশিবিরের প্রতি ‘বাড়তি সুযোগ দেওয়া’ ও ‘অনিয়মের’ অভিযোগ তোলা হয়।
এর আগে সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। টানা ৮ ঘণ্টা ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন।
এ বছর ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭০ জন প্রার্থী। ১৮টি হলের প্রতি হল সংসদে ১৩টি করে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১ হাজার ১০৮ জন। ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটাররা ডাকসু ও হল সংসদের মোট ৪১টি পদে ভোট দেন।
রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানী জানিয়েছেন, ৮০ শতাংশ বা তার বেশি ভোট কাস্ট হয়েছে বলে আমরা ধারণা করছি। রাত ১১টা বা ১২টার মধ্যে ফলাফল প্রকাশ হয়ে যাবে।