রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে “আধিপত্যবিরোধী ঐক্য” নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলে বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি দেখা গেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাকসু ভবনের সামনে প্যানেলটি ঘোষণা করেন সাবেক সমন্বয়ক মেহেদী হাসান। কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ১৮ জন প্রার্থী এবং সিনেটে ৫ জন শিক্ষার্থী প্রতিনিধি প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা।
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মেহেদী হাসান, সাধারণ সম্পাদক (জিএস) পদে সালাহউদ্দিন আম্মার ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আকিল বিন তালেব প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া ক্রীড়া সম্পাদক পদে মো. ইয়াসিন আরাফাত, সংস্কৃতি সম্পাদক পদে মো. মাহবুব আলম মোহন, মহিলা সম্পাদক পদে হেমা আক্তার ইভা, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মো. মিনহাজুর রহমান, মিডিয়া সম্পাদক পদে ফাহির আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ডা. মো. জাকির হোসেনসহ বিভিন্ন পদে অন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এছাড়াও নির্বাহী সদস্য পদে সাজ্জাদ হুসাইন, মো. আরিফুল ইসলাম ও হাবীব হিমেল রয়েছেন। সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেহেদী হাসান, সালাহউদ্দিন আম্মার, আকিল বিন তালেব, ডা. জাকির হোসেন ও আহসান হাবিব।
ঘোষিত প্যানেলটি নিয়ে বিতর্ক উঠলেও সাধারণ সম্পাদক পদপ্রার্থী সালাহউদ্দিন আম্মার বলেন, আমাদের প্যানেলকে ডামি বা ছায়া দল বলা অনর্থক। শিবিরের নিজস্ব প্যানেল আছে, আমাদের আলাদা। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর থেকে রাবিতে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা শুরু হয়েছে। ইতোমধ্যে ছাত্রদল, শিবিরসহ কয়েকটি প্যানেল ঘোষণা করা হয়েছে। এদিকে তফসিল অনুযায়ী আজ প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করার কথা রয়েছে।