ডাকসু নির্বাচনে কে কত ভোট পেলেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।

কোন পদে কতজন প্রার্থী ছিলেন

সহ-সভাপতি (ভিপি): ৪৫ জন

সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন

সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন

আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন

গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন

ক্রীড়া সম্পাদক: ১৩ জন

ছাত্র পরিবহন সম্পাদক: ১২ জন

সমাজসেবা সম্পাদক: ১৭ জন

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন

মানবাধিকার ও আইন সম্পাদক: ১১ জন

ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: ১৫ জন

১৩ সদস্য পদের বিপরীতে প্রার্থী: ২১৭ জন

কোন পদে কে জিতলেন

সহ-সভাপতি (ভিপি): মো. আবু সাদিক (সাদিক কায়েম) (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)- প্রাপ্ত ভোট ১৪ হাজার ৪২

সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ হোসেন (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)- প্রাপ্ত ভোট ১০ হাজার ৭৯৪

সহ-সাধারণ সম্পাদক (এজিএস): মুহা মহিউদ্দীন খান (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)- প্রাপ্ত ভোট ১১ হাজার ৭৭২

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)- প্রাপ্ত ভোট ১০ হাজার ৬৩১

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)- প্রাপ্ত ভোট ৯ হাজার ৯২০

আন্তর্জাতিক সম্পাদক: জসীমউদ্দিন খান (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)- প্রাপ্ত ভোট ৯ হাজার ৭০৬

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)- প্রাপ্ত ভোট ৭ হাজার ৭৮২

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মো. ইকবাল হায়দার (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)- প্রাপ্ত ভোট ৭ হাজার ৮৩৩

গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র)- প্রাপ্ত ভোট ১১ হাজার ৭৭৮

ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)- প্রাপ্ত ভোট ৭ হাজার ২৫৫

ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)- প্রাপ্ত ভোট ৯ হাজার ৬১

সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)- প্রাপ্ত ভোট ৭ হাজার ৬০৮

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজ (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)- প্রাপ্ত ভোট ৭ হাজার ৩৮

মানবাধিকার ও আইন সম্পাদক: মো. জাকারিয়া (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)- প্রাপ্ত ভোট ১১ হাজার ৭৪৭

ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: মো. মাজহারুল ইসলাম (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)- প্রাপ্ত ভোট ৯ হাজার ৩৪৪

কার্যনির্বাহী সদস্য

সাবিকুন নাহার তামান্না (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)- প্রাপ্ত ভোট ১০ হাজার ৮৪

সর্ব মিত্র চাকমা (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)- প্রাপ্ত ভোট ৮ হাজার ৯৮৮

ইমরান হোসাইন (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)- প্রাপ্ত ভোট ৬ হাজার ২৫৬

মোছা. আফসানা আক্তার (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)- প্রাপ্ত ভোট ৫ হাজার ৭৪৭

তাজিনুর রহমান (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)- প্রাপ্ত ভোট ৫ হাজার ৬৯০

রায়হান উদ্দীন (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)- প্রাপ্ত ভোট ৫ হাজার ৮২

মো. মিফতাহুল হোসাইন আল মারুফ (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)- প্রাপ্ত ভোট ৫ হাজার ১৫

আনাস ইবনে মুনির (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)- প্রাপ্ত ভোট ৫ হাজার ১৫

হেমা চাকমা (প্রতিরোধ পর্ষদ)- প্রাপ্ত ভোট ৪ হাজার ৯০৮

মো. বেলাল হোসেন অপু (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)- প্রাপ্ত ভোট ৪ হাজার ৮৬৫

মো. রাইসুল ইসলাম (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)- প্রাপ্ত ভোট ৪ হাজার ৫৩৫

মো. শাহিনুর রহমান (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)- প্রাপ্ত ভোট ৪ হাজার ৩৯০

উম্মা উসওয়াতুন রাফিয়া (স্বতন্ত্র)- প্রাপ্ত ভোট ৪ হাজার ২০৯