ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্মের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, ডাকসুতে কারও ব্যক্তিগত জয়-পরাজয় নেই, বিজয়ী হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা।’
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাবি উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ডাকসুর কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শেষে এ মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে সাদিক কায়েম বলেন, ‘ডাকসুতে আমরা যারা নির্বাচিত হয়েছি, সবাই শিক্ষার্থীদের প্রতিনিধি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাজ আমাদের প্রশ্ন করা, আর আমাদের দায়িত্ব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা।’
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর যেকোনো সমস্যা সামনে এলে তার সমাধানে আমরা প্রস্তুত। নির্বাচনের পর থেকে আমরা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি।’
সাদিক কায়েম জানান, তারা এরই মধ্যে সাবেক নেতাদের সঙ্গে পরামর্শ করেছেন এবং শিগগিরই শিক্ষার্থীদের কাছ থেকেও মতামত সংগ্রহ শুরু করবেন। এরপর মাসভিত্তিক কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে।