ঢাবি অধিভুক্ত মেডিকেলের এমবিবিএসের চার প্রফের সূচি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চূড়ান্ত পেশাগত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। 

রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।

সূচি অনুযায়ী, সংশ্লিষ্ট মেডিকেল কলেজগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত সময়সূচিতে উল্লেখ করা হয়েছে, নভেম্বর ২০২৫ (নতুন কারিকুলাম)-এর প্রথম পেশাগত পরীক্ষা ২৩ নভেম্ব শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা হবে ১৪ ডিসেম্বর।

নভেম্বর ২০২৫ (নতুন কারিকুলাম)-এর দ্বিতীয় পেশাগত পরীক্ষা হবে ২০ ও ২৫ নভেম্বর। তাদের মৌখিক ও ওসপি ২৯ নভেম্বর এবং মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা হবে ৬ ডিসেম্বর।

এ ছাড়া নতুন কারিকুলামের তৃতীয় পেশাগত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত। মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা হবে ৬ ডিসেম্বর।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে।