রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজে এইচএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থী বাদে সবাই পাস করেছে। কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা।
কলেজেটি থেকে এবার পরীক্ষা দিয়েছেন ১ হাজার ৬৯৩। এদের মধ্যে পাস করেছেন ১ হাজার ৬৯২ জন। এ হিসেবে প্রতিষ্ঠানটির পাসের ৯৯ দশমিক ৯৪ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এসব তথ্য জানা যায়।
গত বছর রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া ১ হাজার ৬৭৪ শিক্ষার্থীর মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছিলেন। এবার একজনের অকৃতকার্যের মধ্য দিয়ে ফেলের খাতায় নাম লেখাল শিক্ষাপ্রতিষ্ঠানটি।
এদিকে, এ বছর রাজউক উত্তরা মডেল থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২১৮ জন শিক্ষার্থী। আর গত এর সংখ্যা ছিল ১ হাজার ৪৭৯ জনে।