ইনকোর্স মূল্যায়নে কড়া নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সেশনের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, নিয়মিত, অনিয়মিত ও প্রাইভেটসহ সব ধরনের শিক্ষার্থীর ইনকোর্স পরীক্ষা আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। কোনো শিক্ষার্থী ইনকোর্স পরীক্ষায় অংশ না নিলে ফরম পূরণের সুযোগ দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। 

রোববার (২৫ জানুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইনকোর্স পরীক্ষার নম্বর ও ক্লাস উপস্থিতির নম্বর অনলাইন ফরম পূরণের সময়ই অনলাইনে এন্ট্রি দিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা যদি ইনকোর্স পরীক্ষায় অংশ না নেয় তবে অনলাইন ফরম পূরণ করতে পারবেন না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষা শেষে ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র ও নম্বরপত্র সিলগালা অবস্থায় ১০ ফেব্রুয়ারির মধ্যে স্ব-স্ব আঞ্চলিক কেন্দ্র বা গাজীপুর ক্যাম্পাসে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। 

আর গাজীপুর ক্যাম্পাসের ক্ষেত্রে পাঠানোর ঠিকানা হলো : উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, মাস্টার্স শেষ পর্ব শাখা, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, গাজীপুর।

NB/FJ
আরও পড়ুন