চবির হলে মিললো মাদক সেবনের আলামত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহিদ ফরহাদ হোসেন হলের তিনটি কক্ষে মাদক সেবনের আলামত পেয়েছে হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে পরিচালিত অভিযানে কক্ষগুলো থেকে বিপুল পরিমাণ গাঁজা, মদ, হুইস্কি ও সিগারেটের অবশিষ্টাংশ জব্দ করা হয় বলে জানায় হল প্রশাসন। 

হল প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব কক্ষে চলছিল মাদক সেবনের কাজ।  এর মধ্যে সি-ব্লকের ১০৮ নম্বর কক্ষটি ছিল হল সংসদের জন্য বরাদ্দকৃত, তবে সেখানে অবৈধভাবে পাঁচজন শিক্ষার্থী অবস্থান করছিলেন।  অভিযানে ওই কক্ষ থেকে মদ ও হুইস্কির বোতল, গাঁজা এবং বিপুল পরিমাণ সিগারেটের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। 

একই ব্লকের ১০২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে দুই শিক্ষার্থীকে হাতে-নাতে মাদক সেবনের সময় আটক করা হয়।  এ সময় কক্ষটিতেও মদ ও গাঁজাসহ বিভিন্ন মাদকসামগ্রী পাওয়া যায়।  এছাড়া ১০৪ নম্বর কক্ষ থেকেও মাদক সেবনের আলামত উদ্ধার করা হয়েছে, যেখানে চারজন শিক্ষার্থী অবস্থান করছিলেন বলে জানা গেছে।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পর কয়েকজন শিক্ষার্থী থাকার জায়গা না পেয়ে আমার কাছে আসে।  আমি তাদের সাময়িকভাবে হল সংসদের জন্য বরাদ্দ রুমে থাকতে দিয়েছিলাম। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার পরও তারা রুম ছাড়েনি, এমনকি নোটিশ ছিঁড়ে ফেলেছে। আজ বিকেলে রুমগুলো উদ্ধারে গিয়ে বিভিন্ন মাদকের আলামত সরাসরি দেখেছি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কোরবান আলী বলেন, হল প্রভোস্টের অনুরোধে আমরা অভিযান পরিচালনা করেছি।  সেখানে বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের আলামত পাওয়া গেছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের রুম থেকে বের করে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।