ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা রোববার (২৬ অক্টোবর) দুপুরে তিন দফা দাবিতে বিক্ষোভ ও রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে সমবেত হন। নেতৃত্ব দেন ডাকসুর সমাজসেবা সম্পাদক যুবায়ের বিন নেছারী (এবি যুবায়)।
প্রশাসনের সঙ্গে দীর্ঘ সময় বাগ্বিতন্ডার পর বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে চলে যান।
ডাকসু নেতারা ফেসবুকে ঘেরাও কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানান এবং তিন দফা দাবি উত্থাপন করেন-
- হল সংসদ ও ডাকসুর অতীত ফান্ডের হিসাব প্রকাশ এবং বাজেট ব্যাখ্যা করা।
- ক্যাম্পাসকে নিরাপদ, টোকাই ও ভবঘুরে-মুক্ত রাখা এবং এর সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা।
- ৩ আগস্ট, ২০২৪ সালের খুনী হাসিনার পক্ষে মিছিলে নেতৃত্বদানকারী ডেপুটি রেজিস্ট্রারসহ সকল ফ্যাসিবাদী কর্মকাণ্ডে যুক্ত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ ও বিচার নিশ্চিত করা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিগত দুই মাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বাজেট প্রদান না হওয়ায় নির্বাচনী ইশতেহারের শর্ত পূরণে ডাকসু নেতারা ব্যর্থ হচ্ছেন।
বিক্ষোভে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহসহ বিভিন্ন হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।
ডাকসু নেতারা জানিয়েছেন, দাবি আদায়ের বিষয়ে কোনো পদক্ষেপ না হলে সোমবার নতুন কর্মসূচির হুমকিও দেওয়া হয়েছে।