আগামী ৩১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। এর আগে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষ করে ফলাফল ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশের পরই ফরম পূরণের কার্যক্রম শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ সম্পন্ন না হলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
ঢাকা শিক্ষা বোর্ড আরও জানায়, ফরম পূরণের সময়সূচি, ফি ও অন্যান্য বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) প্রকাশ করা হবে।
উল্লেখ্য, প্রতিবছর জানুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র প্রস্তুতের কাজ শুরু হয় এবং ফেব্রুয়ারি মাসে মূল পরীক্ষা অনুষ্ঠিত হয়।