এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ সুযোগ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৫০ এএম

২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত (২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী) যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের জন্য আবারও বিশেষ সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বাদ পড়া শিক্ষার্থীরা আগামী ২১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বোর্ডের আওতাধীন সব অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

বোর্ডের চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা ২১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো। এর পর কোনো অবস্থাতেই আর সময় বাড়ানো হবে না বা বাদ পড়া শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হবে না। যদি কোনো শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হয়, তবে তার সব দায়ভার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।

শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, অন্য বোর্ড থেকে ছাড়পত্র (টিসি) নিয়ে আসা শিক্ষার্থীরাও এই নির্ধারিত সময়ের মধ্যে তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।

DR/AHA
আরও পড়ুন