জাতীয় বিশ্ববিদ্যালয় বিএড তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার ব্যবহারিক বা মৌখিক পরীক্ষা শুরু ৯ নভেম্বর, যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা গ্রহণ, ডাটা-এন্ট্রি ও নম্বর ইএমএস সফটওয়ারের ems.nu.ac.bd মাধ্যমে পাঠাতে হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় জানানো হয়েছে, নতুন পদ্ধতিতে ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার মার্ক কেন্দ্র থেকে এন্ট্রি করতে হবে।
উল্লেখ্য, কেন্দ্রের আওতাধীন কলেজের ইউজার আইডি ও পাসওয়ার্ড নিজ নিজ কলেজ কর্তৃক কেন্দ্রকে সরবরাহ করবে।
এছাড়াও পরীক্ষা শুরুর নির্ধারিত দিনের পূর্বে কলেজ হাজিরাপত্র এবং মার্ক শিট (ইএমএস থেকে ডাউনলোড করে) কেন্দ্রে সরবরাহ করবে। এ পরীক্ষার ফরম ফিলআপ এবং নিশ্চয়ন ইএমএস থেকে সম্পন্ন হয়ে থাকলে নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হবে।
ইএমএসের মাধ্যমে ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার বহিঃপরীক্ষকগদের নিয়োগপত্র টিএমআইএস প্রোফাইল ইনবক্সে পাঠাতে হবে।