টিএসসিতে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান। 

রোকেয়া হলে অবস্থান করা এক ঢাবি শিক্ষার্থী বলেন, হটাৎ দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দ। 

এ ঘটনায় এক পথচারী আহত হয়েছেন এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় আহত ব্যক্তির বিস্তারিত জানা যায় যায়নি।

ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব বলেন, আমি পাশে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ একটি ককটেল ছুটে এসে এখানে পড়ে এবং আমি কিছুটা হকচকিয়ে উঠি। পরক্ষণেই বাইকের কাছে এসে দেখি বাইকের তেলের ট্যাংকি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ধারনা করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ একজন ককটেলগুলো ছুড়েছে। আমরা প্রক্টোরিয়াল টিম পাঠিয়েছি। পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। আমরা সিসিটিভি ফুটেজ চেক করছি।