বিজয়ের গৌরবে ভাসছে শোবিজ অঙ্গন

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বীর বাঙালির শ্রেষ্ঠ অর্জনের দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে পুরো দেশ। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও মেতেছেন বিজয়ের উল্লাসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা আর ছবি শেয়ার করে তারা স্মরণ করছেন বীর শহীদদের, ব্যক্ত করছেন আগামীর বাংলাদেশের প্রতি নিজেদের প্রত্যাশা।

অভিনেত্রী জয়া আহসান বিজয় দিবসকে দেখছেন গভীর দর্শন থেকে। তার কাছে এটি কেবল একটি ক্যালেন্ডারের দিন নয়, বরং এক ‘অবিরাম লড়াই’। নিজের ফেসবুক পেজে দেশবাসীকে অভিবাদন জানিয়ে তিনি লিখেন, ‘বিজয় দিবস, তোমাকে অভিবাদন। সমস্ত দেশবাসীর লড়াইয়ের মধ্য দিয়ে তুমি জন্ম দিয়েছ বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন রাষ্ট্র।’

মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করে তিনি আরও উল্লেখ করেন, এই ঋণের সামান্য প্রতিদান তখনই সম্ভব হবে, যেদিন বাংলাদেশকে প্রতিটি মানুষের জন্য একটি ন্যায্য ও সাম্যের রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যাবে।

চিত্রনায়িকা শবনম বুবলী এবারের বিজয় দিবস উদযাপন করেছেন একটু ভিন্ন আঙ্গিকে। তিনি আগামীর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নিজের সন্তান শেহজাদ খান বীরের হাতে তুলে দিয়েছেন জাতীয় পতাকা। মা-ছেলের সেই স্নিগ্ধ ও দেশপ্রেমের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি ভক্তদের জানিয়েছেন মহান বিজয় দিবসের শুভেচ্ছা। নেটিজেনরা বুবলীর এই ছবিকে আগামীর প্রজন্মের কাছে দেশপ্রেম পৌঁছে দেওয়ার এক সুন্দর প্রচেষ্টা হিসেবে দেখছেন।

অভিনেত্রী ও নির্মাতা কুসুম শিকদারও শামিল হয়েছেন বিজয়ের এই আনন্দ আয়োজনে। ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত অথচ আন্তরিক এক বার্তায় তিনি লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

বিজয়ের এই দিনে শোবিজ তারকাদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, পর্দার পেছনের মানুষগুলোও দেশপ্রেমে সমানভাবে উজ্জীবিত। তাদের আহবানে বারবার উঠে এসেছে একটি সুন্দর, বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন।