বিদায়ী ২০২৫ বছরটি দেশের বিনোদন অঙ্গনের জন্য গভীর বেদনার বছর হিসেবে চিহ্নিত হলো। এই বছর ধরে একে একে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী, সংগীতশিল্পী, নির্মাতা ও গুণী ব্যক্তিত্বরা। চলুন দেখে নেওয়া যাক এ বছর শোবিজ অঙ্গন যাদের হারিয়েছে।
অঞ্জনা রহমান
জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান ৪ জানুয়ারি রাত ১টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জ্বর ও রক্তের সংক্রমণজনিত জটিলতায় তিনি মৃত্যুবরণ করেন।
প্রবীর মিত্র
চলতি বছরের শুরুতেই নক্ষত্রপতন ঘটে। ৫ জানুয়ারি রাত ১০টার দিকে দীর্ঘ অভিনয়জীবনে চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮১ বছর।
শাহবাজ সানী
ছোট পর্দার জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাজ সানী হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৩ বছর বয়সে ১৭ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
গুলশান আরা আহমেদ
‘ব্যাচেলর পয়েন্ট’ এর কাবিলার আম্মা চরিত্রে দর্শকপ্রিয়তা পাওয়া অভিনেত্রী গুলশান আরা আহমেদ ১৫ এপ্রিল ভোর ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তানিন সুবহা
ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জুন সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে মারা যান অভিনেত্রী তানিন সুবহা। এক সপ্তাহের বেশি সময় তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
চঞ্চল মাহমুদ
স্বনামধন্য আলোকচিত্রী চঞ্চল মাহমুদ ২০ জুন রাত সাড়ে ৯টায় হৃদরোগজনিত সমস্যায় ল্যাবএইড হাসপাতালে মারা যান।
এ কে রাতুল
চিত্রনায়ক জসীমের মেজ ছেলে ও ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট এ কে রাতুল ২৭ জুলাই বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৬ বছর।
জাহানারা ভূঁইয়া
৬৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় ডায়াবেটিসজনিত জটিলতায় ২৫ আগস্ট মারা যান অভিনেত্রী, গীতিকার ও প্রযোজক জাহানারা ভূঁইয়া।
ফরিদা পারভীন
একুশে পদকপ্রাপ্ত লোকসংগীতের প্রখ্যাত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন ১৩ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
শেখ নজরুল ইসলাম
বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম ২২ নভেম্বর রাত ১১টা ৩০ মিনিটে মাইল্ড স্ট্রোকের পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কামাল পারভেজ
চলচ্চিত্র প্রযোজক-অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা কামাল পারভেজ ২২ নভেম্বর ৭২ বছর বয়সে অসুস্থতাজনিত কারণে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।
সেলিম হায়দার
নন্দিত গিটারিস্ট ও মিউজিশিয়ান সেলিম হায়দার ২৭ নভেম্বর রাতে দীর্ঘদিন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত অবস্থায় মারা যান।
জেনস সুমন
সংগীতশিল্পী জেনস সুমন ২৮ নভেম্বর মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
২০২৫ সালে এই বিশিষ্ট ব্যক্তিদের বিদায় দেশের বিনোদন অঙ্গনের জন্য গভীর শোক ও স্মৃতির বছর হিসেবে চিহ্নিত হলো। তাদের অবদান ও সৃষ্টি অনন্তকাল মনে থাকবে।