ফের মা হওয়ার গুঞ্জনে যা বললেন বুবলী

প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের পাঁচ বছর পর আবারও মা হওয়ার গুঞ্জনে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে তার শারীরিক অবয়ব ও চলাফেরা দেখে নেটিজেনদের মাঝে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই ধারণা করছেন, বুবলী সম্ভবত তার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মা হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্নের সম্মুখীন হন বুবলী। তবে তিনি বিষয়টি সরাসরি স্বীকার বা অস্বীকার না করে বেশ কৌশলী উত্তর দিয়েছেন। বুবলী বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকাটা স্বাভাবিক এবং আমি সেটাকে সম্মান করি। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত।’

তিনি আরও যোগ করেন যে, যেহেতু তিনি একটি নির্দিষ্ট প্রতিযোগিতার বিচারক হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন, তাই সেখানে ব্যক্তিগত প্রসঙ্গ না টানাই শ্রেয়। তার এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্য আরও ঘনীভূত করেছে।

ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের পাশাপাশি ভুল তথ্যভিত্তিক সংবাদ প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি জানান, শুটিংয়ের ব্যস্ততায় অনেক সময় ফোন ধরা সম্ভব হয় না। সেক্ষেত্রে সাংবাদিকদের কাছ থেকে অন্তত একটি মেসেজ প্রত্যাশা করেন তিনি। বুবলীর মতে, মেসেজের জবাব না দেওয়ার অর্থ হলো তিনি ওই বিষয়ে কথা বলতে আগ্রহী নন। অথচ তার বক্তব্য ছাড়াই মনগড়া সংবাদ প্রচার করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে সাবেক স্বামী ও সুপারস্টার শাকিব খানের সঙ্গে সন্তান বীরকে নিয়ে আমেরিকায় লম্বা ছুটি কাটিয়েছেন বুবলী। সে সময় তাদের পারিবারিক মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মূলত ওই সফরের পর থেকেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়। তবে শাকিব খান বা বুবলী কারও পক্ষ থেকেই এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

শাকিব-বুবলী সম্পর্কের টানাপোড়েন আর বীরের পর নতুন কোনো সদস্যের আগমনের এই খবর নিছক গুঞ্জন নাকি বাস্তবতা, তা দেখার জন্য আপাতত সময়ের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।