হাসপাতাল ছেড়েই রাজনীতির মাঠের কথা 

হাসপাতাল থেকে ছাড়া পেলেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। 

হাসপাতাল থেকে বেরিয়েই সাংবাদিকদের তিনি বলেন, আমার কোনো সমস্যা নেই। সমস্যা খাওয়াতে। আমি গোগ্রাসে খাই। এর পর ডায়াবেটিস রোগীদের উদ্দেশ করে হেলথ টিপস দেন তিনি। তিনি বলেন, যাদের ডায়াবেটিস রয়েছে, ভাববেন না মিষ্টি না খেলে কিছু হবে না। খাওয়া নিয়ন্ত্রণ করুন।

তাকে নির্বাচনে প্রচারের মাঠে পাওয়া যাবে বলেও জানিয়েছেন মিঠুন। তার ভাষ্য, ‘একদম। ১ মার্চ থেকে টানা প্রচার। বিজেপির হয়েই করব। আমি আর কোন পার্টি করি? আমাদের রাজ্যের বাইরে অন্য রাজ্যে যদি ডাকে সেখানেও যাব।’ 

মিঠুন হাসপাতালে থাকাকলীন ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার শরীরের সংবাদ নিয়েছিলেন। সেই প্রসঙ্গে বিজেপি সাংসদ মিঠুন বলেন, দারুণ শ্রদ্ধা করি প্রধানমন্ত্রীকে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ।