বাংলাদেশ নিয়ে আমার কোনো আগ্রহ নেই: মিঠুন চক্রবর্তী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ এএম

উত্তপ্ত ও অশান্ত বাংলাদেশকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। গত ১৮ ডিসেম্বর রাতে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’ ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। একই দিনে সনাতন ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর পুড়িয়া দেওয়া হয়। এমন পরিস্থিতিতে দেশের শোবিজ তারকাদের পাশাপাশি ওপার বাংলার শিল্পীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আবেগ জড়িয়ে আছে। খুবই দুঃখিত এই পরিস্থিতির জন্য। এই বাংলাদেশকে আমি চিনতে চাই না, জানতেও চাই না। আমার কোনো আগ্রহ নেই। সব কিছুর শেষ আছে, এই বার্তাই দিতে চাই। উপরওয়ালা সব দেখছে। এর দাম সবাইকে দিতে হবে।’

এর আগে টলিউড তারকা চিরঞ্জিৎ চক্রবর্তী, কোয়েল মল্লিক ও প্রমিতা মল্লিক উদ্বেগ জানিয়েছিলেন। 

AHA
আরও পড়ুন