ঢাকা
রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভারতীয় সিনেমা থেকে বাদ পড়লেন তানজিন তিশা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পিএম

কলকাতার চলচ্চিত্রে অভিনয়ের কথা থাকলেও শেষপর্যন্ত সেই সুযোগ হাতছাড়া হলো জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশার। ‘ভালোবাসার মরশুম’ নামের একটি ভারতীয় সিনেমায় বলিউড অভিনেতা শরমন যোশির বিপরীতে অভিনয় করার কথা ছিল তার। ছবিটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা এম এন রাজ।

প্রথমদিকে ঢাকার অভিনেতা খায়রুল বাসারও এই সিনেমার অন্যতম চরিত্রে ছিলেন বলে জানা যায়। তবে তিনিও কিছুদিন আগে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে জানান, তিনি সিনেমাটিতে থাকছেন না।

সর্বশেষ, প্রযোজনা সংস্থার এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, তানজিন তিশা ভিসা জটিলতায় পড়েছেন। সেই কারণেই তিনি ভারত গিয়ে শুটিংয়ে অংশ নিতে পারছেন না। ফলে প্রযোজনা দল তার বিকল্প খুঁজতে বাধ্য হয়েছে।

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশা

তিশার পরিবর্তে ইতোমধ্যে ছবির জন্য কলকাতার অভিনেত্রী সুস্মিতাকে চূড়ান্ত করা হয়েছে। সম্প্রতি তিনি পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জনের কারণে আলোচনায় এসেছেন।

যদিও তানজিন তিশা কলকাতার সিনেমা থেকে বাদ পড়েছেন, তবে ভক্তদের জন্য রয়েছে এক দারুণ খবর। দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে তার। ছবির নাম ‘সোলজার’, যেটি পরিচালনা করছেন নবীন নির্মাতা সাকিব ফাহাদ।

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশা

জানা গেছে, ছবিটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী সপ্তাহেই শুটিংয়ে অংশ নেবেন তানজিন তিশা। সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি।

তিশার প্রথম সিনেমা ও শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হওয়া নিয়ে ইতোমধ্যে বিনোদন অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

NB/AHA