দেব-রুক্মিণী বিয়ে কবে

বহু বছর ধরে টলিউড সুপারস্টার দেব ও নায়িকা রুক্মিণী মৈত্র এর সম্পর্ক নিয়ে তুমুল চর্চা চলছে। পর্দার পাশাপাশি বাস্তব জীবনে এই জুটির রসায়ন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তাদের প্রেম, একসঙ্গে একাধিক ছবিতে কাজ করা ছাড়াও দুই পরিবারের অনুষ্ঠানে নিয়মিত উপস্থিতি তাদের ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেয়।

Dev-Rukmini2

এই তারকা জুটিকে যেখানেই দেখা যায়, সেখানেই ভক্ত ও সংবাদমাধ্যম থেকে একটাই প্রশ্ন আসে কবে বিয়ে করছেন তারা? 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক  সাক্ষাৎকারে রুক্মিণী বলেন, ‘যে দিন আমাদের সবাই এই প্রশ্ন করা বন্ধ করে দেবে, সে দিন আমরা হঠাৎ করেই সকলকে চমকে দেব। সবাই তখন খুবই আশ্চর্য হয়ে যাবে।’ 

Dev-Rukmini

অন্যদিকে, এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি টলিউডের 'সালমান খান'? অর্থাৎ ভাইজানের মতো তিনিও কি আজীবন ব্যাচেলর জীবন কাটানোর পরিকল্পনা করছেন? 

দেব বলেন, ‘আমি কোনও খান হতে চাই না। দেব হয়েই আমি বেশ ভালোই আছি। যেখানে আছি, যার সঙ্গে আছে বেশ ভালোই আছি। তবে এই নয় যে আমি সিঙ্গল ব্যাচেলার লাইফ লিড করব।’

Dev-Rukmini3

রুক্মিণীকে বিয়ে করার প্রসঙ্গে দেব বলেন, ‘বিয়ে হল ভাগ্যের ব্যাপার। তবে এই নয় যে আমি বিয়ে করতে চাই না। অবশ্যই করব। একটা প্ল্যান চলছে, খুব শীঘ্রই সবাই জানতে পারবে।’

Dev-Rukmini5

এদিকে, ২০২৪ সালে এক সময় গুগল সার্চ এ লেখা ছিল দেব নাকি বিবাহিত! ২০২১ এর ৬ মে নাকি তিনি রুক্মিণী মৈত্রর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এমনকী তাদের নাকি এক সন্তানও রয়েছে।