গ্ল্যামারাস লুকে মন্দিরা, বললেন মাদকের মতো হও

ঢালিউডের বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেকের পর আরিফিন শুভর বিপরীতে ‘নীলচক্র’ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। প্রায়ই গ্ল্যামারাস লুকে ধরা দেন ভক্তদের সামনে।

এরই ধারাবাহিকতায় শনিবার (৬ ডিসেম্বর) রাতে ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন মন্দিরা। ছবিগুলোতে তার সাজপোশাক ও আবেদনময়ী লুক নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।

প্রকাশিত ছবিতে মন্দিরাকে দেখা গেছে গাঢ় বাদামি বা চকোলেট রঙের একটি বডিকন গাউনে। স্লিভলেস এই পোশাকে সোনালি স্ট্র্যাপ এবং চমৎকার ফিটিং তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। অনুষঙ্গ হিসেবে হাতে ছিল বড় মেটালের বালা ও আঙুলে বাহারি আংটি। খোলা চুলে তার প্রতিটি পোজেই ছিল আত্মবিশ্বাস আর উষ্ণতার ছাপ।

ছবির সঙ্গে জুড়ে দেওয়া ক্যাপশনটিও ছিল বেশ ইঙ্গিতপূর্ণ। ইংরেজিতে তিনি লিখেছেন, ‘মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও।’ তার এই পোস্ট মুহূর্তেই ভক্তদের মাঝে সাড়া ফেলে এবং কমেন্ট বক্সে অনেকেই তার রূপ ও স্টাইলের প্রশংসা করেন।

প্রসঙ্গত, অভিনয়ের আগে নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন মন্দিরা। ছোটবেলা থেকেই কত্থক নাচে প্রশিক্ষণ নেওয়া এই অভিনেত্রী নাচের জন্য তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন। ২০১২ সালে ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার পর নাটক ও বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পরিচিতি পান। বর্তমানে চলচ্চিত্রে নিয়মিত হলেও তার নতুন কোনো সিনেমার খবর এখনো জানা যায়নি।