ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যেই আলোচনায় রয়েছে তার নতুন সিনেমা ‘সোলজার’। গত বছরের ডিসেম্বর মাসে মুক্তির কথা থাকলেও কারিগরি ও আনুষঙ্গিক কারণে সিনেমাটি পিছিয়ে যায়। বর্তমানে শাকিব ‘প্রিন্স’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকলেও ভক্তদের মনে প্রশ্ন কবে মুক্তি পাবে ‘সোলজার’?
সিনেমাটির সর্বশেষ অগ্রগতি সম্পর্কে পরিচালক সাকিব ফাহাদ জানিয়েছেন যে, সিনেমার সিংহভাগ কাজ ইতোমধ্যে সফলভাবে শেষ হয়েছে। কিছু ছোটখাটো অংশের শুটিং বাকি আছে যা খুব দ্রুতই দেশের অভ্যন্তরে সম্পন্ন করা হবে। বর্তমানে সিনেমাটির পোস্ট-প্রডাকশন বা সম্পাদনার কাজ চলছে।
অনেক দর্শকই আশা করেছিলেন রোজার ঈদ বা কোরবানির ঈদে বড় পর্দায় ‘সোলজার’ দেখা যাবে। তবে পরিচালক ভিন্ন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা রোজা বা কোরবানি কোনো ঈদকে ঘিরেই ভাবছি না। আপাত পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সেটা ভালোভাবে শেষ করে তবেই আমরা মুক্তির চূড়ান্ত তারিখ নিয়ে ভাবব।’
পরিচালকের বক্তব্য অনুযায়ী, তড়িঘড়ি না করে একটি মানসম্পন্ন কাজ দর্শকদের উপহার দেওয়াই এখন তাদের মূল লক্ষ্য।
গেল বছরের অক্টোবর মাসে এই সিনেমার শুটিং শুরু হয়েছিল। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় দেখা যাবে এক নতুন রসায়ন।
প্রধান চরিত্র শাকিব খান ও তানজিন তিশা। অন্যান্য শিল্পী তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমন প্রমুখ। পরিচালক সাকিব ফাহাদ।
শাকিব-তিশা জুটির এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। এখন কেবল অপেক্ষা বড় পর্দায় তাদের রসায়ন দেখার।