বাংলা সিনেমার এক কালের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার বয়স ছিল ৮২ বছর।
বুধবার সকালে (২১ জানুয়ারি) মারা যান তিনি। দীর্ঘ দিন ধরেই ক্যানসারসহ নানা অসুখে ভুগছিলেন তিনি।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ চিরবিদায় নিয়ে চলে গেলেন। সবাই জাভেদ ভাইয়ের আত্মার শান্তির জন্য দোয়া করবেন।