একটি কুচক্রী মহল দেশের সিনেমাকে ধ্বংস করতে চায়: শাকিব

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের উন্নতির পথে এক কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। রোববার রাতে রাজধানীর মিরপুরে সনি স্টার সিনেপ্লেক্সে ‘তাণ্ডব’ সিনেমার বিশেষ প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি জোর দিয়ে বলেন, পাইরেসি সত্ত্বেও ‘তাণ্ডব’-এর দর্শক চাহিদা আরও বেড়েছে।

শাকিব খান বলেন, ‘পাইরেসি হওয়ার পরও এই বাজে মহলটা যেমন বুঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে, এই সিনেমা আর চলবে না সিনেমার সেল নেই। কিন্তু পাইরেসি হওয়ার পর ‘তাণ্ডব’-এর ডিমান্ড আরও বেড়ে গেছে। ইনশাআল্লাহ, আমি গতবারও যেমন বলেছি, ‘তাণ্ডব’ গুলশান থেকে গুলিস্থান পর্যন্ত সব জায়গায় মানুষকে মুগ্ধ করছে। ‘তাণ্ডব’ দেশ-বিদেশে যেখানেই যাচ্ছে, সেখানেই মানুষের মনে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পাইরেসির বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। বাংলা সিনেমা পুরো দেশের সিনেমা, এটা আমাদের সিনেমা। আমাদের সিনেমার উন্নয়নে আমাদের সকলকে কাজ করতে হবে। পাইরেটেড কপিকে ‘না’ বলতে হবে।’

শাকিব খান বিশেষভাবে ধন্যবাদ জানান দেশের সিনেমাপ্রেমী দর্শকদের। তার কথায়, ‘কিছুদিন আগে ‘তাণ্ডব’-এর ক্ষেত্রেও একটি কুচক্রী মহল ছিল, যারা সবসময় বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে চায়। বাংলাদেশের সিনেমা আজ যেখানে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, খুব সম্মানের সাথে, গর্বের সাথে চলছে, সেই সময়ে এসে একটি বাজে মহল সবসময় চায় আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায়। আমরা যেন আর ভালো সিনেমা না বানাতে পারি।’