ঢাকাই চলচ্চিত্র জগতে ঝলমলে তারকার নাম শাকিব খান। প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে একা হাতেই টেনে নিয়েছেন ঢাকাই সিনেমার হাল। তবে এই যাত্রা সহজ ছিল না। বরং ছিল বাধা, সমালোচনা আর একের পর এক চ্যালেঞ্জ। সেই প্রসঙ্গে তিনি বলেন, হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ‘দেন অ্যান্ড নাউ’ ট্রেন্ড। সেই ধারায় শাকিব খান শেয়ার করেছেন ১১ বছর আগের ‘লাভ আজকাল’ সিনেমার একটি লুক আর বর্তমান সময়ের নিজের ছবি। আর ছবির সাথে দেন এই বার্তা।
শাকিব খান লেখেন, ‘হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে। যখন দুনিয়া বলেছে ‘পারবে না’, আমি বলেছি ‘দেখে নিও’। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি।’
২৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শাকিব খান যেমন সাফল্যের আলো পেয়েছেন, তেমনি পেয়েছেন তিক্ত অভিজ্ঞতা। আর প্রতিটি ব্যর্থতাকে রূপান্তর করেছেন নতুন প্রেরণায়।
করোনার পর দর্শক দেখেছেন এক নতুন শাকিব খানকে। ‘প্রিয়তমা’ সিনেমার মধ্য দিয়ে তিনি জয় করলেন শুধু সিঙ্গেল স্ক্রিন নয়, মাল্টিপ্লেক্সের আধুনিক দর্শককেও। আর ‘তুফান’ প্রমাণ করলো বাংলাদেশি সিনেমাও বিশ্ববাজারে আলোড়ন তুলতে পারে।
আগামী দিনে তিনি আসছেন নতুন স্বপ্ন নিয়ে—‘সোলজার’ আর ‘প্রিন্স’-এর মতো সিনেমার মাধ্যমে।