ফরিদা পারভীনের মৃত্যুতে শাকিবের শোক

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। এই গুণি শিল্পীর মৃত্যুতে অন্যদের মধ্যে গভীর শোক প্রকাশ করেছেন ঢালিউড তারকা শাকিব খান। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক স্টোরিতে শোক প্রকাশ করেন ঢালিউড কিং শাকিব খান।

ঢালিউড তারকা শাকিব খানের ফেসবুক থেকে নেওয়া: খবর সংযোগ

শোকবার্তায় তিনি লিখেছেন, লোকসংগীতের দেশবরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তিনি ছিলেন আমাদের লালনগীতি, নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানের এক উজ্জ্বল দীপ্তি, যাঁর কণ্ঠে ছিল বাংলার মাটি, মানুষের আত্মা ও সংস্কৃতির স্পন্দন। তাঁর অনন্য সাধনা ও সুরের ছোঁয়া আমাদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

Farida Parveen

প্রসঙ্গত, গত ৫ জুলাই গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফরিদা পারভীন। অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। কিছুটা সুস্থ হয়ে ২১ জুলাই তিনি বাড়ি ফেরেন। তবে ২ সেপ্টেম্বর ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার ক্রমাগত অবনতির কারণে ১০ সেপ্টেম্বর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

সবশেষ শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এদিকে ফরিদা পারভীনের মৃত্যুতে দেশের সংগীতাঙ্গন এক মহামূল্যবান শিল্পীকে হারাল। সামাজিকমাধ্যমে অসংখ্য ভক্ত-শিল্পী তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।