আসছে ‘সোলজার’ পোস্টারে রহস্যময় শাকিব

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার কোনো বিতর্ক নয়, আলোচনায় এসেছেন তার নতুন লুক ও আসন্ন সিনেমা ‘সোলজার’-এর পোস্টার প্রকাশকে ঘিরে।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমাটির একটি নতুন পোস্টার প্রকাশ করেন। আর তাতেই শুরু হয় নতুন করে উত্তেজনা, আলোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়।

পোস্টারের ক্যাপশনে শাকিব লিখেছেন ‘ইউর সোলজার অ্যাট ইউর সার্ভিস’ (আপনার সেবায় আপনার সৈনিক)

পোস্টারে দেখা গেছে, একেবারেই ভিন্ন এক শাকিব খান। ঠোঁটের ওপর ঘন গোঁফ, তীক্ষ্ণ দৃষ্টি, দৃঢ় ও রহস্যময় অভিব্যক্তি সব মিলিয়ে একজন সেনাসদস্য বা চ্যালেঞ্জিং চরিত্রের আভাস মিলেছে এতে। এমন লুকে আগে কখনো দেখা যায়নি তাকে।

ভক্ত-অনুরাগীরা তো বটেই, ইন্ডাস্ট্রির সহকর্মীরাও প্রশংসায় ভাসিয়েছেন শাকিবের এই রূপ। অভিনেত্রী শাহনাজ খুশি মন্তব্য করেছেন ‘দৃঢ় সৌন্দর্য ভাই!’। আরেকজন মন্তব্য করেন, ‘রণবীর কাপুরের মতো লাগছে’।

শাকিব খানের ফেসবুক থেকে নেওয়া

এর আগে ৭ অক্টোবর ‘সোলজার’ সিনেমার ৩৩ সেকেন্ডের একটি টিজার প্রকাশিত হয়েছিল। সেখানেও শাকিবের অ্যাকশন লুক, ব্যাকগ্রাউন্ড স্কোর ও সংলাপ ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করে।

নতুন লুক আর রহস্যময় আবহ তৈরি করেছে দর্শকদের মধ্যে কৌতূহল। দীর্ঘদিন পর শাকিব খান একটি পুরোদমে অ্যাকশনধর্মী সিনেমায় ফিরছেন বলে ধারণা করছেন অনেকে।

সিনেমার আরও কনটেন্ট (ট্রেলার, গান বা রিলিজ তারিখ) প্রকাশের অপেক্ষায় রয়েছেন ভক্তরা। তবে আপাতত এই নতুন পোস্টারই যেন হয়ে উঠেছে ঢালিউডে আলোচনার কেন্দ্রবিন্দু।

সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন অভিনেত্রী তানজিন তিশা। এতে আরও থাকছেন অভিনেতা তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাকিব আবসার প্রমুখ।