করণ জোহরের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জয়া

বাংলাদেশ ও ভারতের দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়ে তার বলিউড অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। অনুষ্ঠানে উঠে এসেছে অমিতাভ বচ্চন, সালমান খান, বিদ্যা বালনদের সঙ্গে তার ব্যক্তিগত সখ্যতার কথা। পাশাপাশি, তিনি ফাঁস করেছেন এক চমকপ্রদ তথ্য।

পডকাস্ট অনুষ্ঠানে জয়া জানান, বলিউডের বিখ্যাত প্রযোজক করণ জোহরের 'ধর্মা প্রোডাকশন' থেকে পাওয়া অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

Jaya Ahsan5

পডকাস্টের উপস্থাপক জানান, করণ জোহরের প্রযোজনা সংস্থার ব্লকবাস্টার হিট ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে জয়া আহসানকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল।

Jaya Ahsan4

এ কথা শুনে জয়া বলেন, ‘ও মা বাবা! এই ছেলেটার কাছে সামনে বসা যায় না ভাই। আগে থেকে প্রশ্ন দেখে নেওয়া উচিত ছিল। একটা অন্যরকম ছিল পরে আর ওটা হয়নি। আমি করিনি তখন করা হয়নি। ঠিক আছে, মানে যেটা ভাগ্যে থাকবে এবং করবার মতো আমার জন্য যেটা মানে প্ল্যানড থাকবে সৃষ্টিকর্তার বা ঈশ্বরের, সেটা হবেই।’

Jaya Ahsan3

বলিউডে তার কাজের প্রশংসা যে সেখানের তারকারাও করেন, তার প্রমাণ মেলে আরেকটি ঘটনায়। উপস্থাপক জানান, জয়ার অভিনীত ‘রাজকাহিনী’ ছবিটি দেখে মুগ্ধ হয়ে স্বয়ং অভিনেত্রী বিদ্যা বালন তাকে ফোন করেছিলেন।

Jaya Ahsan2

উপস্থাপকের প্রশ্নের জবাবে জয়া আহসান জানান, বলিউডের অনেক তারকার সঙ্গেই তার ঘনিষ্ঠতা রয়েছে। এক সময় বিশ্বকাপ দেখতে গিয়ে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনকে পাশে পেয়েছিলেন তিনি।

Joya Ahsan

ক্রিকেট খেলার সূত্রেও বলিউড তারকাদের সঙ্গে তার একাধিকবার দেখা হয়েছে। মালাইকা অরোরা, ইউসুফ পাঠানের  মতো তারকারা সেলেব্রেটি ক্রিকেটে তার টিমে ছিলেন। লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে হওয়া সেই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জয়ার সাথে ছিলেন চিত্রনায়ক রাজ্জাক।