বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় হলেও মাঝে মাঝে নিজেকে এই প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবেন। বিশেষ করে মা হওয়ার পর তার এমন ভাবনা আরও জোরালো হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘কিছু দিন আসে যখন আমি ঘুম থেকে উঠে ভাবি, ঠিক আছে, আমার সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ডিলিট করে ফেলা উচিত। বিশেষ করে মা হওয়ার পর। একজন অভিনেত্রী হওয়া উচিত শুধু অভিনয় করার জন্য, কিন্তু এ করলে যারা আপনার পাশে থেকেছেন তাদের সঙ্গে সমস্ত যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই আমি তা করতে পারি না।’
তিনি আরও জানান, তার ব্যক্তিগত জীবন এখনও খুবই ব্যক্তিগত রাখতে পছন্দ, কিন্তু এটি কঠিন হয়ে পড়েছে। ‘আমার ছবির অ্যালবাম এখন রাহায় ভরা। এগুলো ধরে রাখার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে, বলেন আলিয়া।
মাতৃত্বের কারণে তার জীবনধারা ও মানসিকতাতেও পরিবর্তন এসেছে। আলিয়া বলেন, ‘মাতৃত্ব আমার জীবনে বড় ধরনের পরিবর্তন এনেছে এবং আমার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে।’
সামনে আলিয়াকে দেখা যাবে দুইটি ছবি ‘আলফা’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ। অ্যাকশনধর্মী ছবি ‘আলফা’-তে তার সঙ্গে অভিনয় করছেন শর্বরী। অন্যদিকে, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার সহশিল্পী ভিকি কৌশল ও রণবীর কাপুর।
স্ত্রীর সঙ্গে অযথা চিৎকার করা উচিত নয় : রানি মুখার্জি
