শোরুম উদ্বোধনে শাকিব, ভক্তদের ঢল

রাজধানীর বনানীতে এক শোরুম উদ্বোধনে হাজির হয়ে আবারও ভক্তদের উন্মাদনা সৃষ্টি করলেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। সিনেমা হলে হোক কিংবা শুটিং সেটে যেখানেই যান না কেন, তাকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস থাকে চোখে পড়ার মতো।

Shakib Khan3

অনুষ্ঠানে শাকিবকে দেখা গেছে তার আসন্ন অ্যাকশনধর্মী সিনেমা ‘সোলজার’ এর লুকে। ঘন গোঁফ, সাদা-কালো জ্যাকেট ও মানানসই সানগ্লাসে হাজির হন তিনি। সামাজিকমাধ্যমে তাঁর আগমনের খবর ছড়িয়ে পড়তেই শোরুমের সামনে ভক্তদের ভিড় বেড়ে যায় কয়েকগুণ। মেগাস্টারকে এক নজর দেখতে হাজির হন হাজারো দর্শক।

উপস্থিত দর্শকরা শাকিব শাকিব শ্লোগান তুলছিলেন। নায়কও ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে হাত নেড়ে শুভেচ্ছা জানান। 

Shakib Khan2

ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন শাকিব খান। গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে দর্শকদের উপহার দিচ্ছেন একের পর এক সফল সিনেমা। যা ভালোবাসার সঙ্গে লুফে নিচ্ছে তার অনুরাগীরা। সম্প্রতি নির্মাতা সাকিব ফাহাদের ‘সোলজার’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন  শাকিব। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে তানজিন তিশাকে। 

শাকিব-তিশা ছাড়াও আরও অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমন।