দেশের সংগীতাঙ্গনের বরেণ্য গিটারিস্ট এবং জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাক এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সেলিম হায়দার আর নেই।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০টা বেজে পাঁচ মিনিটে রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সংগীত পরিচালক এবং ফিডব্যাক ব্যান্ডের সদস্য ফোয়াদ নাসের বাবু এই খবরটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মাস খানেক আগে সেলিম হায়দারের প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
প্রযোজনা সংস্থা ঢুলির কর্ণধার লুশা মির্জা জানান, ‘গেল ৩১ অক্টোবর সেলিম ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। আজ (বৃহস্পতিবার) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফের হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা হাতিরপুল পুকুর পাড় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
সেলিম হায়দার মূলত লিড গিটারিস্ট হিসেবে পরিচিত ছিলেন। তবে তিনি বেজ, রিদম গিটার, অ্যাকুস্টিক ড্রামস এবং কীবোর্ডেও সমান পারদর্শী ছিলেন। তার মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।