জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল অবশেষে প্রথমবারের মতো বাবা হলেন। তার স্ত্রী মেহের আয়াত জেরিন এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় গায়ক নিজেই তার ফেসবুক পেজে এই আনন্দের খবরটি নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে ইমরান লিখেছেন, ‘প্রথম বারের মতো বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যা সন্তান উপহার দিয়েছেন।’ তিনি আরও লেখেন, ‘আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে ইন শা আল্লাহ। সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন।’
২০২৩ সালের ২৪ মে বিয়ের পিঁড়িতে বসেন ইমরান। সে সময় ফেসবুকে খবরটি জানিয়ে গায়ক লিখেছিলেন, ‘বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো।’
সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তেই ইমরানের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং নবজাতকের জন্য দোয়া করছেন।