বিয়ে করলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান

জনপ্রিয় নাটক ‘বড় ছেলে’ এর নির্মাতা মিজানুর রহমান আরিয়ান অবশেষে তার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার বিয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন এই নির্মাতা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে তিনি তার ব্যক্তিগত সোশ্যাল হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন। 

যেখানে হাস্যোজ্জ্বল আরিয়ানের বাহুবন্দি কনের সাজে এক তরুণী। আরিয়ানও বর বেশে। ছবিগুলোর কোনোটায় চোখে চোখ রেখেছেন, কোনটায় গালে গাল ঠেকিয়েছেন তারা। 

Mizanur Rahman Aryan2

ছবিগুলোর সাথে এক লাইনের আবেগপূর্ণ ক্যাপশনে আরিয়ান লিখেছেন, ‘যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সেই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।’

এই পোস্ট দেখে আরিয়ানের অনুরাগীরা নিশ্চিত হন যে তিনি নতুন জীবনে পা রেখেছেন। পোস্টের মন্তব্যের ঘর ততক্ষণে সয়লাব অভিনন্দনে। তাসনিয়া ফারিণ, দীপা খনদকারসহ বিনোদন অঙ্গনের অনেকেই আছেন সে তালিকায়।

Mizanur Rahman Aryan3

ওই বার্তায় আরিয়ান আরও বলেন, ‘তাহসিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছে। আমাদের পরিচয় প্রায় ৭ বছরের। ইনশাআল্লাহ ঈদুল ফিতরের পর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করা হবে।’ এ সময় সবার কাছে দোয়া চান এ নির্মাতা।